
প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন পূজা
বিনোদন | ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৭:৩২
অনলাইন ডেস্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা পূজা চেরী বেশ কিছু ছবি পোস্ট করেন, যা নিয়ে শুরু হয় নেটিজেনদের সমালোচনা। কারণ, ছবিগুলোতে তাকে সব সময়ের চাইতে একটু অন্য রকম দেখাচ্ছিল। পূজাকে বেশ পরিণত মনে হয়েছে। অনেক নেটিজেনদের ধারণা, পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে অনেক প্রতিক্রিয়াও এসেছে। ভক্তদের প্রতিক্রিয়া চোখে পড়েছে পূজা চেরীরও। এ বিষয়ে সম্প্রতি তিনি বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আসলে আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি। পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারায় পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।