ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বেসামরিকদের ওপর ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে লেবাননকে দৃঢ় সমর্থন চীনের

আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:৫৯

অনলাইন ডেস্ক


সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লেবাননকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে চীন। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলের নির্বাচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বো হাবিবের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর একটি বৈঠক হয়েছে। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর কড়া নজর রাখছে চীন। বিশেষ করে লেবাননে যোগাযোগ ডিভাইসে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করা হচ্ছে বলে জনিয়েছে বেইজিং। লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলার দৃঢ় বিরোধীতা করেছে চীন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। চীন মনে করছে সহিংসতার বিরুদ্ধে সহিংসতা মধ্যপ্রাচ্যে সমস্যার সমাধান আনবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘিত হয় এমন যেকোনো পদক্ষেপের তীব্র নিন্দা করে বেইজিং। তিনি বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতি গাজা সংঘাতের একটি স্বাভাবিক বিহঃপ্রকাশ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখানে অবস্থান করা বিপুল সেনা প্রত্যাহারের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন ওয়াং ই। উল্লেখ্য, দক্ষিণ ও পূর্ব লেবাননে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল থেকে হামলায় কমপক্ষে ৪৯২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫ শিশু রয়েছে এবং ১,৬৪৫ জন আহত হয়েছেন। এছাড়া তেল আবিবের এই হামলায় হাজার হাজার বেসামরিক মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com