
পাক প্রেসিডেন্টকে অপসারণে সুপ্রিম কোর্টে পিটিশন
আন্তর্জাতিক | ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, ১১:৪০
অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে অপসারণ করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনকারী মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে তার বিতর্কিত ভূমিকার পরিপ্রেক্ষিতে আলভির আর পাকিস্তানের প্রেসিডেন্ট পদে থাকা উচিৎ নয়। গোলাম মুর্তজা খান নামের ওই পিটিশনকারী শনিবার সংবিধানের ১৮৪(৩) অনুচ্ছেদের অধীনে ওই পিটিশন দাখিল করেন। এতে তিনি প্রেসিডেন্টের সচিব এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী হিসেবে উল্লেখ করেন। এ খবর দিয়েছে জিও টিভি।
আবেদনকারীর অভিযোগ, প্রেসিডেন্ট আলভি প্রয়োজন অনুযায়ী তার কাজ করছেন না। আইন অনুযায়ী কাজ করার সাংবিধানিক বাধ্যবাধকতার অধীনে রয়েছেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট সেই ক্ষমতার অপব্যবহার করছেন। তার কথা ও আচরণের মাধ্যমেও সংবিধান লঙ্ঘন হচ্ছে। এমন অবস্থায় তিনি একটি রাষ্ট্রের প্রধান হিসাবে এই অত্যন্ত মর্যাদাপূর্ণ পদে থাকার অধিকারী নন।
তিনি আরও উল্লেখ করেছেন যে, প্রেসিডেন্ট আলভি ২০২২ সালের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদ ভেঙ্গে দিয়েছিলেন। তার এ পদক্ষেপ দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে ধ্বংস করে দেয় এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে।