
হলিউডে চিত্রায়িত ‘বড় বেশি ভালোবাসি’
বিনোদন | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৮:১৪
অনলাইন ডেস্ক
হলিউডের ডলবি থিয়েটার ও ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘বড় বেশি ভালোবাসি’ শিরোনামের গানচিত্র। গানটি গেয়েছেন আমেরিকার লস এন্জেলস প্রবাসী কণ্ঠশিল্পী আকরাম। গীতিকবি সাইফুল বারীর কথায় এর সুর করেছেন জিয়া খান। গানচিত্রটি আমেরিকায় কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব ‘একে২১০’ থেকে প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আকরাম বলেন, আমি কাজের সূত্রে ৩০ বছরের বেশি লস এন্জেলস থাকি। কাজের ফাঁকে শখে গান করি। দেশে পরিবারে মা, বোন, চাচা, মামারাও গান করত। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘একে২১০’ থেকে আমার গাওয়া অনেক গান রিলিজ করেছি যার সবই ফোক ঘরানার ছিল। কিন্তু কিছুদিন আগে দেশের কম্পোজার জিয়া খানের সুরে আমার চাচার কিছু নতুন গান শুনে ভাল লাগায় তাকে দিয়ে পপ ঘরানার রোমান্টিক গান ‘বড় বেশি ভালবাসি’ ভালবাসা দিবসে মুক্তি দিলাম! কথা ও সুর সঙ্গীত খুব পছন্দ হয়েছে আমার, আশা করি সবার ভাল লাগবে।