ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ধর্মান্তরিত হবার ঘোষণা, একদিন পরই ক্ষমা চাইলেন অভিনেত্রী

বিনোদন | ৩ মে ২০২৪, শুক্রবার, ১:৪৪

অনলাইন ডেস্ক


বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর ভাগনি অভিনেত্রী রাগিনি খান্না। কয়েক দিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত হবেন। কিন্তু একদিনপরই নিজের ধর্মে ফেরার কথা জানিয়ে দেন এই অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি পোস্ট দিয়ে সেখানে লিখেছিলেন, আমি ঘোষণা করছি যে, এখন থেকে খ্রিষ্টান ধর্মের ঐতিহ্য, রীতিনীতি অনুসরণ করব। তার এমন পোস্ট এ নেটদুনিয়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছিল। আর তাই সেই পোস্ট দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে বলেন, আমি রাগিনি খান্না। আমি আমার পূর্বের রিলস ভিডিওর জন্য ক্ষমা চাইছি। যাতে আমি খ্রিষ্টান ধর্ম গ্রহণের কথা জানিয়েছিলাম। আমি পুনরায় আমার শিকড়ে ফিরে এসেছি। এখন থেকে কট্টর হিন্দু সনাতন ধর্ম অনুসরণ করব। উল্লেখ্য, ২০০৮ সালে ভারতীয় টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন রাগিনি। এরপর থেকে অনেক সিরিয়ালেই কাজ করেছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com