ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

‘একটু বিশ্রাম নিতে চাই’, জুনে শুটিংয়ে ফিরবেন শাহরুখ খান

বিনোদন | ৬ মে ২০২৪, সোমবার, ২:৪৬

অনলাইন ডেস্ক


২০২৩ সালে পাঠান, জওয়ান এবং ডানকি সহ একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এখন ভক্তরা তার পরবর্তী ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অভিনেতা তার আসন্ন চলচ্চিত্রের শুটিং সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছেন, তার পরবর্তী ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন সুজয় ঘোষ। স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, “আমার মনে হয়েছে আমার একটু বিশ্রাম দরকার । আমি দুই থেকে তিনটি ছবি করেছি এবং তিনটি ছবিতেই প্রচুর শারীরিক পরিশ্রম হয়েছে। তাই আমি একটু ছুটি নিলাম এবং পুরো দলকে বললাম ‘ম্যায় আউঙ্গা ম্যাচ দেখানে’। অভিনেতা আরও বলেন যে, 'আমরা জুনে শুটিং শুরু করার পরিকল্পনা করেছি, তাই এটি জুনে শুরু হতে পারে। ততদিন পর্যন্ত আমি একদম ফ্রি। আমি সব হোম ম্যাচেই আসতে চাই, কারণ আমি এখানে (ইডেন গার্ডেন) আসতে ভালোবাসি।' কাজের দুনিয়ায় শাহরুখ খান তার মেয়ে সুহানা খানের সাথে অ্যাকশন দ্য কিং-এ প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালে। ২০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com