ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সালমানের বাড়িতে গুলি, গ্রেপ্তার আরও একজন

বিনোদন | ৭ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৪৪

অনলাইন ডেস্ক


গত মঙ্গলবার পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করেন অনুজ থাপন। তবে এখানেই শেষ নয়। সালমানের বাড়ির বাইরে যে হামলা চলে তাতে যুক্ত ছিলেন অনেকেই। এ বার রাজস্থান থেকে ধরা পড়লেন মোহাম্মদ চৌধুরী। তিনি বন্দুকবাজদের অর্থের জোগান দিয়েছিলেন এমনকি, রেকি করার দিনও ছিলেন তাদের সঙ্গে। রাজস্থান থেকে ধরা হয় তাকে। মঙ্গলবারই মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে তাকে। খুব শীঘ্রই আদালতে তোলা হবে। গত ১৪ এপ্রিল সালমান খানের ব্যান্দ্রার ফ্ল্যাটে গুলি চালান বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। অভিনেতার বাড়ির দেওয়ালে দু’টি গুলি চালান তারা। গোটা ঘটনায় নড়েচড়ে বসে মহারাষ্ট্র সরকার-সহ মুম্বাই পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com