ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার

বিনোদন | ৮ মে ২০২৪, বুধবার, ৭:০৭

অনলাইন ডেস্ক


রাজধানীর মগবাজার দিলু রোডের বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, খবর পেয়ে মগবাজার দিলু রোডের ৩৪৮/১ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই মেসে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে ভাড়া থাকতেন। জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তার রুমমেটরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে আউয়াল এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার রুমমেট দুলাল হোসেন জানান, রুমে চার জন মিলে থাকতেন। তাদের একজন রুমমেট বাড়ি গিয়েছেন। দুলালসহ অন্য রুমমেট সকালে কাজে চলে যান। এরপর রাতে বাসায় ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com