ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

এবার ব্যবসায় চিত্রনায়িকা বর্ষা

বিনোদন | ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৪

অনলাইন ডেস্ক


শোবিজে কাজের পাশাপাশি অনেক তারকাই ব্যবসা করে যাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। নতুন খবর হলো, এবার ব্যবসায় নাম লিখাতে যাচ্ছেন অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। বৃহস্পতিবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। বর্ষা জানান, স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ব্রান্ড নামাচ্ছেন তিনি। এ নায়িকা বলেন, আমি নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমার নামে স্কিন কেয়ার প্রোডাক্ট’র ব্র্যান্ড আসবে। স্কিন কেয়ার এই প্রোডাক্ট তুর্কীতে তৈরি। তুর্কীর স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালো মানের। আশা করি, আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড দুটোই আপনাদের ভালো লাগবে। উল্লেখ্য, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত-বর্ষার। এরপর একাধিক সিনেমায় এই জুটি বেঁধে কাজ করেছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com