
‘গানের রাজা’র চ্যাম্পিয়ন লাবিবা পেলেন গোল্ডেন জিপিএ ৫
বিনোদন | ১২ মে ২০২৪, রবিবার, ২:৩৮
অনলাইন ডেস্ক
খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা। চ্যানেল আইয়ের গানের রাজা সংগীত প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতে তার যাত্রা শুরু। এ আসরে চ্যাম্পিয়ন হন তিনি। এবার পড়াশোনায়ও মেধার স্বাক্ষর রাখলেন । খুলনা থেকে পরীক্ষা দিয়ে এসএসসিতে বিজ্ঞান শাখায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন লাবিবা। নিজের এমন কৃতীত্বের বিষয়টি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন এ গায়িকা। লাবিবা বলেন, পড়াশোনার পাশাপাশি আমি গানটা চালিয়ে গেছি। দুটি জায়গাই ঠিক রাখার চেষ্টা ছিল। এবার গোল্ডেন জিপিএ ৫ পেলাম। খুব আনন্দ লাগছে।
আমার বাবা, মা, বোনসহ শুভাকাঙ্খী সবাই অভিনন্দন জানাচ্ছেন। স্বপ্নের মতো লাগছে সব। এইচএসসিটা ঢাকায় গিয়েই ভালো একটি কলেজে করতে চাই।