ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সে তো বাবাকেই অস্বীকার করে, নিপুণকে ডিপজল

বিনোদন | ১৭ মে ২০২৪, শুক্রবার, ৭:৫১

অনলাইন ডেস্ক


কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। সেসময় মিশা-ডিপজল প্যানেল জয়ী হওয়ার পর তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। কিন্তু দুইদিন আগে হঠাৎ শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সেই নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিনি। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করে নির্বাচনের আগের রাতে কারচুপির অভিযোগ আনেন নিপুণ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেন, কেস খেলবা আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করা। আমরা ঝামেলা চাই না। তিনি বলেন, সে তো বাবাকেই অস্বীকার করে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com