ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

নির্বাচনের পরই বনি-কৌশানীর বিয়ে

বিনোদন | ১৯ মে ২০২৪, রবিবার, ৫:২৮

অনলাইন ডেস্ক


ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনের পরই বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন টলিউডের এই তারকাজুটি। জানা যায়,ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথ বেছে নিয়েছেন তারা। এদিকে দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে। কৌশানী ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করছেন অভিনেতা। তবে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন জায়গা বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, দেশের বাহিরে কোনো এক জায়গায় বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন তারা। এরপর কলকাতায় ফিরে বন্ধুবান্ধবদের নিয়ে একটা রিসেপশন পার্টির আয়োজনও করবেন। এর আগে টলিউড একমাত্র অভিনেত্রী নুসরাত জাহানই দেশের বাহিরে তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com