ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

'বজরঙ্গি ভাইজান' এর সেই ছোট্ট মুন্নী এখন যেমন

বিনোদন | ২০ মে ২০২৪, সোমবার, ৬:৪৬

অনলাইন ডেস্ক


২০১৫ সালে মুক্তি পায় সালমান খানের ব্লকবাস্টার সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। সেই সিনেমার মুন্নীর কথা সবার মনে আছে নিশ্চয়ই! সালমান খানের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিল মুন্নী চরিত্রে অভিনয় করা হারশালি মালহোত্রা। ছোট্ট বাচ্চা মেয়েটি অভিনয় আর উপস্থিতি দিয়ে জিতে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়। মুন্নী চরিত্রের সেই হারশালি এখন যথেষ্ঠ বড় হয়েছে। বর্তমানে তার বয়স ১৬ বছর। সম্প্রতি সিবিএসসি দশম শ্রেণির পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। মুন্নী বেশ দারুণ রেজাল্ট করেছেন। বোর্ডে ৮৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি। ২১ মাস বয়সেই একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জগতে নাম লিখিয়েছেন তিনি। এরপর আরও অনেক বিজ্ঞাপনে দেখা যায় তাকে। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয় করে সব থেকে বেশি পরিচিত পায় সে। সিনেমার শুরু থেকে তার গলায় কোনো কথা শোনা না গেলেও তার অভিনয় নজর কেড়েছিল সবার। উল্লেখ্য, ‘বজরঙ্গি ভাইজান’ এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা না গেলেও টিভি পর্দায় দেখা মিলেছে। ‘কবুল হেয়’, ‘লৌত আও তৃষা’ সিরিয়ালগুলোতে অভিনয় করেছেন হারশালি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com