ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সমালোচনার জবাব দিলেন কিয়ারা

বিনোদন | ২৫ মে ২০২৪, শনিবার, ১২:৪২

অনলাইন ডেস্ক


প্রতি বছর বাহারি পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়েন ভারতীয় তারকারা। সম্প্রতি প্রথমবারের মতো এই উৎসবে যোগ দিয়ে সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম বারেই পোশাকে আর সৌন্দর্যে প্রশংসিত হয়েছেন তিনি। তবে তার ইংরেজি বলার ধরন দেখে বেশ সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অবশেষে সেই সমালোচনার জবার দিলেন কিয়ারা। কানে উপস্থিত সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমার কাছে কানে আমন্ত্রণ পাওয়াটা খুবই সম্মানজনক। আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে। তার মাঝে অসাধারণ একটি প্রাপ্তি হল আমার। এসময় তিনি আরও বলেন, রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আনন্দিত। তার এই পুরো কথাটি তিনি ইংরেজিতে বলেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com