ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

শুক্রবার চুল কাটেন না, যে কারণে কুসংস্কারে বিশ্বাসী জাহ্নবী

বিনোদন | ২৭ মে ২০২৪, সোমবার, ১২:২৬

অনলাইন ডেস্ক


হরহামেশাই নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। স্বাভাবিকভাবে এ সিনেমা নিয়ে এখন আলোচনা হওয়ার কথা। তবে এবার অন্যরকম একটি বিষয় নিয়ে শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সিনেমার প্রচারে গিয়ে তিনি তার নতুন এক নিয়মের কথা জানালেন। শুক্রবার দিন চুল কাটেন না, এমনকি কালো পোশাকও পরেন না তিনি। যদিও এর আগেই তিনি জানিয়েছিলেন মায়ের থেকে অনেক কুসংস্কার পেয়েছেন। কিন্তু মায়ের মৃত্যুর পর এসব আরও বেশি করে পালন করেন তিনি। অভিনেত্রী বলেন, মা আসলে বিশ্বাস করতেন, প্রতিটা কাজের জন্য আলাদা একটা দিন রয়েছে। বিশেষ করে শুক্রবার চুল কাটতে দিতেন না।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com