
নায়িকাদের নিয়ে মঞ্চ মাতালেন শাকিব খান
বিনোদন | ৯ জুন ২০২৪, রবিবার, ১১:২৯
অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ফ্যাশন শো-এর র্যাম্প মডেল হিসেবে হেঁটেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ সময় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম, পরীমনি, পূজা চেরী, তানজিন তিশা এবং সাবিলা নূরকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতিয়েছেন এই অভিনেতা। নায়িকাদের নিয়ে শাকিব মঞ্চে আসেন তার মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার গানের তালে। এ সময় শাকিবসহ তারাও নেচে ওঠেন গানের তালে। শাকিব ‘তুফান’র লুকেই হাজির হয়েছিলেন। তার পরনে ছিল ‘লিলি’র লোগো সংবলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর তাকে ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।