ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

২৩ জুন সোনাক্ষী সিনহার বিয়ে

বিনোদন | ১০ জুন ২০২৪, সোমবার, ১১:৫৮

অনলাইন ডেস্ক


জল্পনা আগে থেকেই ছিল। এবার তাতে সিলমোহর। আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। লোকসভা ভোটে সদ্য তৃণমূলের টিকিটে জিতেছেন তার বাবা শত্রুঘ্ন সিনহা। পরিবারে খুশির আমেজ। আর তার মাঝেই মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করে আমন্ত্রণপত্র ছাপিয়ে ফেললেন প্রবীণ সাংসদ-অভিনেতা। মুম্বইতেই বসছে বিয়ের আসর। বলিউডে খুব একটা ছবি পান না। তবে সোনাক্ষী সিনহা যখনই সুযোগ পান, তখনই দেখিয়ে দেন, তিনি জাত অভিনেত্রী। এই যেমন, বনশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুরন্ত অভিনয় করে রীতিমতো নজর কেড়ে নিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com