
ইলন মাস্কের বিরুদ্ধে যৌনতার অভিযোগ
আন্তর্জাতিক | ১২ জুন ২০২৪, বুধবার, ১০:০৫
অনলাইন ডেস্ক
স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কমপক্ষে দু’জন নারী সহকর্মী। তাদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দিয়েছিলেন। অন্যজন বলেছেন, ইলন মাস্কের বাচ্চা জন্ম দেয়ার প্রস্তাব দিয়েছেন তাকে। এ খবর নিয়ে তোলপাড় চলছে পশ্চিমা দুনিয়ায়। এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। তাতে দু’জন নারীকে উদ্ধৃত করা হয়েছে। তারা ইলন মাস্কের তেসলা নামের প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারা বলেছেন, ইলন মাস্ক তাদের দিকে অস্বাভাবিক মনোযোগ দিতেন। তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। এর মধ্যে একজন আছেন ইন্টার্ন।
অন্যজন একজন কর্মচারী। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, প্রযুক্তি বিষয়ক বিলিয়নিয়ার ইলন মাস্ক তার স্পেসএক্স এবং তেসলা- উভয় কোম্পানিতে একটি সংস্কৃতি তৈরি করেছেন। সেই পরিবেশে নারী কর্মীরা অস্বস্তিকর অবস্থায় পড়েন।
ইলন মাস্কের বিরুদ্ধে এটা সর্বশেষ অভিযোগ। এর আগে তার বিরুদ্ধে একগাদা অভিযোগ উঠেছে। তার মধ্যে আছে- তিনি নিয়মিত এলএসডি, কোকেন, উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ, মাশরুম এবং কেটামিনসহ বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করেন। পরিচালনা পরিষদের সদস্যদের সামনেই কাজের ভিতর এমনটা করতেন তিনি। এর আগে স্পেসএক্সের প্রধান মাস্ক কর্মক্ষেত্রে অনুপযুক্ত পরিবেশ সৃষ্টি করার অভিযোগ আছে। সেখানে এমনসব কৌতুক করা হতো যে, যৌন হয়রানি ছিল একটি সাধারণ বিষয়। পুরুষ বা অন্য কর্মীদের তুলনায় নারীদের বেতন দেয়া হতো কম। যারা এটা নিয়ে অভিযোগ করতেন, তাদেরকে চাকরিচ্যুত করা হতো।