ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

‘চাকরিজীবন শেষ করে পুরোদমে অভিনয়ে ফিরব’

বিনোদন | ২৩ জুন ২০২৪, রবিবার, ৮:৫৯

অনলাইন ডেস্ক


সৈয়দা শামছি আরা সায়েকা। অভিনেত্রী ও নির্দেশক। শিল্পকল্পা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চায়ন হবে তাঁর নির্দেশিত নাটক ‘উনপুরুষ’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় অভিনেত্রীর সঙ্গে আবারও মঞ্চায়ন হতে যাচ্ছে ‘উনপুরুষ’। এবারের প্রদর্শনী নিয়ে কী আশা করছেন? দেখতে দেখতে নাটকটি পঞ্চম প্রদর্শনী হতে যাচ্ছে। নাটকটি যাতে আরও ভালোভাবে দর্শকদের সামনে উপস্থাপনা করা যায়, সে চেষ্টাই করছেন সবাই। আশা করছি, এবারের শোটি বেশ উপভোগ্য হবে। এটি যেহেতু আমার প্রথম নির্দেশিত নাটক, তাই আলাদা যত্ন থাকে নাটকটি নিয়ে। অপু মেহেদীর লেখা এ নাটক ‘নবরস’ নামের নতুন একটি দলের প্রথম প্রযোজনা। অধিকাংশ নবীন শিল্পী নিয়েই কাজটি করেছি। আমাদের সমাজের হিজড়া সম্প্রদায়ের মানুষরা কি ধরনের যন্ত্রণা, অপমান আর সংগ্রাম নিয়ে জীবনযাপন করেন, তা দেখানো হয়েছে এ প্রযোজনায়। নাটকের মাধ্যমে বার্তা তুলে ধরা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com