ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বড় বিক্ষোভ

আন্তর্জাতিক | ২৩ জুন ২০২৪, রবিবার, ৯:০৫

অনলাইন ডেস্ক


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটিতে নতুন নির্বাচন দেওয়া এবং গাজায় বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে স্থানীয় সময় গত শনিবার এ বিক্ষোভে আনুমানিক দেড় লাখ ইসরায়েলি অংশ নেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকারবিরোধী প্রতিবাদ সংগঠন হফশি ইসরায়েল। খবর আল-জাজিরার। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর নেতানিয়াহুর শুরু করা গাজা যুদ্ধ ৯ মাসে গড়িয়েছে। ওই দিন হামাসের হামলা ঠেকাতে না পারা, বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থতা, যুদ্ধ টেনে নেওয়াসহ বিভিন্ন কারণে সাপ্তাহিক ভিত্তিতে এখন ইসরায়েলের শহরগুলোতে বড় বিক্ষোভ হয়ে আসছে। এর মধ্যে শনিবার ইসরায়েলের বৃহত্তম শহরটিতে ওই বিক্ষোভে অনেকে ‘অপরাধমন্ত্রী’ এবং ‘যুদ্ধ বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। নেতানিয়াহুর অধীনে দেশটির গণতন্ত্রের মৃত্যু হয়েছে- প্রতীকীভাবে দেখাতে কিছু বিক্ষোভকারী লাল রঙ মেখে শহরের ডেমোক্রেসি স্কয়ারে শুয়ে পড়েন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com