ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

পরীমনি বললেন, বাই বাই রাসেলস ভাইপার

বিনোদন | ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:১৬

অনলাইন ডেস্ক


নানা কারণেই বিভিন্ন সময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ার থেকে শুরু করে তার ব্যক্তিজীবন নিয়েও আলোচনা কম নয়। গত বছরই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে বিভিন্ন সময় নানা প্রতিক্রিয়া জানান তিনি। এরপর বিচ্ছেদ হয় তাদের। আর এখন সিঙ্গেল মাদার হিসেবে দিন কাটাচ্ছেন এ নায়িকা। এদিকে ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবকাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি আলোচনায় এসেছেন পরীমনি। মামলাটিতে আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত জামিন দেন তাকে। শুধু তাই নয়, পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সংবাদটি প্রকাশের পর চলছে নানা আলোচনা। আর ঠিক এ সময়েই পরীমনি ইঙ্গিত করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com