ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইন্দো-প্যাসিফিকে শান্তি ও স্থিতিশীলতায় সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক | ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:১৬

অনলাইন ডেস্ক


ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ভারত ও বাংলাদেশ একটি মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে যে যৌথ প্রতিশ্রুতি দিয়েছে তার প্রেক্ষিতে এই সমর্থনের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তার কাছে জানতে চাওয়া হয়- ভারত ও বাংলাদেশ মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, সেটা কি একই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থে একই রকম দৃষ্টিভঙ্গির প্রতিফলন কিনা। জবাবে ম্যাথিউ মিলার বলেন- আমি এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে চাই না। কারণ, ওই বিবৃতি আমি পড়িনি অথবা এখানে আমার সহকর্মীদের সঙ্গে তা নিয়ে কথাও হয়নি। তিনি আরও বলেন, কিন্তু স্পষ্টতই, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সমর্থন করি আমরা। ওই অঞ্চলে আমাদের যুক্ত হওয়ার এটাই হলো মূল উদ্দেশ্য। উল্লেখ্য, অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, আইনভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ভারত ও বাংলাদেশ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ২৩শে জুন। দুই দেশ ইন্দো-প্যাসিফিক ওশিনস ইনিশিয়েটিভ (আইপিওআই)-এর স্তম্ভ হিসেবে পরিচিত দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা (ডিসঅ্যাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট) বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে দুর্যোগের ঝুঁকি কমাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com