ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

১৪ বছর পর বৃটেনের জেল থেকে মুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক | ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:২৩

অনলাইন ডেস্ক


দীর্ঘ ১৪ বছরের আইনি নাটকের অবসান। বৃটেনের কারাগার থেকে মুক্তি পেলেন আমেরিকার গোপন সামরিক ফাইল ফাঁস করায় অভিযুক্ত, উইকিলিক্‌‌স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রশান্ত মহাসাগরের একটি মার্কিন অঞ্চল উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের আদালতে দায়ের করা নথি অনুসারে, জাতীয় প্রতিরক্ষা তথ্য প্রাপ্ত এবং প্রচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হবেন তিনি। যদিও এবার শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে তাকে। জেল থেকে বেরোতে আমেরিকার আদালতে আত্মসমর্পণ করে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করতে হয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জকে। জানা গেছে, তার কাছে যে সমস্ত গোপনীয় সামরিক তথ্য রয়েছে, তা প্রকাশ করার শর্তেই বৃটেনের জেল থেকে ছাড়া হয়েছে জুলিয়ান অ্যাসেঞ্জকে। এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। তথ্য বলছে মার্কিন আদালতে তিনি দোষীই সাব্যস্ত হবেন। তবে তার সাজা কমে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। বৃটেনের কারাগারে ইতিমধ্যেই সেই ৫ বছর কাটিয়ে এসেছেন তিনি। তাই এবার তিনি তার জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অনুমতি পেতেও পারেন। অ্যাসাঞ্জ ২০০৬ সালে হুইসেল-ব্লোয়িং ওয়েবসাইট উইকিলিকস প্রতিষ্ঠা করেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com