
সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার, বললেন পরীমনি
বিনোদন | ২৬ জুন ২০২৪, বুধবার, ৬:৪০
অনলাইন ডেস্ক
তদন্তের পরিবর্তে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে প্রেম ও রাত্রীযাপনের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে।
মঙ্গলবার (২৫ জুন) এমন খবর প্রকাশের পর পরীমনি চটজলদি একটি পোস্ট দেন, বাই বাই রাসেলস ভাইপার। ওয়েলকাম পরীমনি। অনেকেই ভাবেন, সাকলায়েনকেই বুঝি তিনি ‘রাসেলস ভাইপার’ বলে ইঙ্গিত করেছেন! কিন্তু তা নয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা। যেখানে প্রকাশ পায় গোলাম সাকলায়েনের প্রতি পরীর অন্যরকম টান। তিনি এই চাকরি হারানোর পেছনে দুষছেন অন্য কারও ব্যক্তিগত আক্রোশকে। তিনি বলেন, কেবল সম্পর্কের কারণে চাকরি যাবে তা হতে পারে না। সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার!
বলতে গেলে তো অনেক কথাই আসবে। আমার জীবনের ২৭ দিন বা জেলজীবন, বাসা থেকে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে, বাসায় আসা পর্যন্ত কোনও কিছু নিয়ে আজ পর্যন্ত কারও সামনে কথা বলিনি। ২৭ দিনের ঘটনার কথা কোথাও ২৭ সেকেন্ডও বলিনি।