
৫০ বছর বসবাস করেও গৌরিশঙ্কর ভারতের নাগরিক নন!
আন্তর্জাতিক | ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৪
অনলাইন ডেস্ক
দেশভাগের আগেই ভারতে গিয়েছেন গৌরিশঙ্কর মল্লিক। কমপক্ষে ৫০ বছর ধরে বসবাস করেছেন মহারাষ্ট্রের গোন্ডিয়াতে। বর্তমানে তার বয়স ৭৫ বছর। কিন্তু তিনি ভারতের নাগরিক নন- এ কথা জানার পর হতাশ হয়েছেন। সম্প্রতি তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। জবাবে তাকে জানানো হয়েছে প্রথমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন উইওয়ান। ২০১৯ সালে পাস হাওয়া ভারতের নাগরিকত্ব সংশোধন আইনে (সিএএ) এই আবেদন করার পূর্বশর্ত হলো কাউকে কমপক্ষে ১২ বছর ভারতে বসবাসের রেকর্ড থাকতে হবে, সঙ্গে থাকতে হবে বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা। কিন্তু এর কোনোটিই তার কাছে নেই। ফলে তার নাগরিকত্ব প্রত্যাখ্যান করা হয়েছে।
অর্ধ শতাব্দীর বেশি সময় তিনি ভারতে পাড় করে দিয়েছেন। সরকারের দেয়া জায়গায় বসবাস করছেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন অভিবাসী হিসেবে তিনি জিলা পরিষদের একটি বাংলা মাধ্যমের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এত বছর পরে তিনি বাংলাদেশের খুলনায় বায়ারভাঙ্গা গ্রামে নিজের জন্মভূমি দেখতে যেতে চাইছিলেন। এ জন্য তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন। তখনই জানতে পারেন তিনি ভারতীয় নাগরিক নন। তাকে প্রথমে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। উল্লেখ্য, তার কাছে আধার কার্ড ও অন্য ডকুমেন্ট আছে। নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। ভারতীয় নাগরিক নন এমন কোনো সংশয় কখনো ছিল না তার মধ্যে। বাধ্য হয়ে তিনি এখন সিএএ-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। পাসপোর্ট না থাকায় জন্ম সনদ দাখিল করতে পারেন বলে আশা করেন। ভারতীয় নাগরিক হতে পারলে তারপরই তার স্ত্রীর আবেদন জমা দেবেন। কারণ, তার জন্মসনদও নেই। গৌরিশঙ্কর মল্লিক বর্তমানে বসবাস করেন মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরে।