
করাচি শহর জুড়ে ২২টি অজ্ঞাত লাশ, উচ্চ সতর্কতা জারি
আন্তর্জাতিক | ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৫
অনলাইন ডেস্ক
পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরেই অজ্ঞাতপরিচয় লাশ পাওয়া যাচ্ছে। জিও নিউজের রিপোর্ট মোতাবেক এখনো পর্যন্ত ২২টি মৃতদেহ পাওয়া গেলেও, তাদের দেহ কেউ শনাক্ত করতে আসেনি। মৃত ব্যক্তিদের কোনও আত্মীয়ের সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে কেউ নিখোঁজ ছিল বলেও রিপোর্ট নেই পুলিশের কাছে। যার জেরে উদ্বেগ বাড়ছে শহরের মানুষের মনে। ছিপা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেছেন যে তাদের স্বেচ্ছাসেবকরা করাচির বিভিন্ন এলাকায় আরও পাঁচটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। তাদের মধ্যে তিনজন আপাতদৃষ্টিতে মাদকাসক্ত ছিল। তবে এখন পর্যন্ত একটি লাশও শনাক্ত করা যায়নি। জিও নিউজ জানিয়েছে, ছিপা করাচি শহরে অ্যাম্বুলেন্সের একটি নেটওয়ার্ক চালায় এবং তারা নিশ্চিত করেছে যে অজ্ঞাত লাশের সংখ্যা ২২-এ পৌঁছেছে। মৃত্যুর কারণের পেছনে বন্দর নগরীতে চলমান তাপপ্রবাহকে দায়ী করা হয়েছে।