ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইতালিতে ভারতীয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপের দাবি ভারতের

আন্তর্জাতিক | ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৬

অনলাইন ডেস্ক


ইতালিতে ৩১ বছর বয়সী এক ভারতীয় শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে সুর চড়ালো ভারত। ৩১ বছর বয়সী ওই পাঞ্জাবি যুবক সৎনাম সিং খেতে কাজ করার সময় দুর্ঘটনার মুখে পড়েন। তার একটি হাত কাটা পড়ে ফল কাটার যন্ত্রে। অভিযোগ, ওই পরিস্থিতিতেই চিকিৎসার ব্যবস্থা না করে তাকে রাস্তায় ফেলে চলে যায় খেতের মালিক। বিনা চিকিৎসায় কার্যত মৃত্যু হয় সৎনামের। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই ঘটনায় অভিযুক্তদের কোনও শাস্তি হয়নি। সিপিভি এবং ওআইএ- এর সচিব মুক্তেশ পরদেশী ইতালির নাগরিক এবং অভিবাসন নীতির মহাপরিচালক লুইগি মারিয়া ভিগনালিকে জানিয়েছিলেন, 'সৎনাম সিংয়ের মৃত্যু নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন।' ইতালিতে ভারতীয় দূতাবাস এক্স-এ একটি পোস্টে একথা বলেছে। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুক্তেশ। কনস্যুলার সাহায্য এবং মৃতদেহ দেশে ফেরাতে দূতাবাস সৎনাম সিংয়ের পরিবারের সাথে যোগাযোগ করছে। এদিকে পার্লামেন্টে এই ঘটনা তুলে ধরেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com