ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

নাইটক্লাবে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সুহানা

বিনোদন | ২৯ জুন ২০২৪, শনিবার, ৮:৫২

অনলাইন ডেস্ক


দীর্ঘদিন থেকেই শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দার প্রেমের গুঞ্জন উঠেছে। প্রকাশ্যে এই প্রেম স্বীকার না করলেও, গোপনে কিন্তু দুজনের প্রেম নজরে পড়েছে সবার। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সুহানা। আর সেখানেই এক নাইটক্লাবে রাতের পার্টিতে তার সঙ্গে মত্ত হয়েছেন অগস্ত্যা। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন এই জুটি। ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, নাইটক্লাবের কোণায় রাখা এক সোফাতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে তাদের। প্রসঙ্গত, বিটাউনে এখন কান পাতলেই শোনা যায় সম্পর্কের গুঞ্জন! তারকাজুটি তো বটেই বরং প্রেমের হাওয়া এখন তাদের সন্তানদের মধ্যেও। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত ‘বন্ধুত্ব’ অগস্ত্য-সুহানার। দুই তারকা সন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় হয়েছে যে, তা নাকি এখন প্রেমে পরিণত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com