ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: সামান্য ব্যবধানে এগিয়ে আছেন সাঈদ জলিলি

আন্তর্জাতিক | ২৯ জুন ২০২৪, শনিবার, ৮:৫৫

অনলাইন ডেস্ক


ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থি হিসেবে পরিচিত সাঈদ জলিলি সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তার কাছাকাছি অবস্থান করছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। শুক্রবারে অনুষ্ঠিত নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। এ খবর দিয়ে অনলাইন এপি বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রাথমিক খবরে বলা হচ্ছে, শুক্রবারের এ নির্বাচনে সরাসরি জয়ী হওয়ার মতো অবস্থানে নেই জলিলি। এরফলে সেখানে উপনির্বাচন বা দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে। এখন পর্যন্ত যে ভোট গণনা করা হয়েছে তাতে চূড়ান্ত ফল নিশ্চিত করে বলা যায় না। এ পর্যন্ত গণনা হয়েছে কমপক্ষে এক কোটি ভোট। তাতে জলিলি পেয়েছেন ৪২ লাখ ৬০ হাজার ভোট। আর পেজেশকিয়ান পেয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ভোট। অন্যপ্রার্থী পার্লামেন্টের কট্টরপন্থি স্পিকার মোহাম্মাদ বাঘের কালিবাফ পেয়েছেন প্রায় ১৩ লাখ ৮০ হাজার ভোট। শিয়া মতাবলম্বী ধর্মীয় নেতা মোস্তাফাপুর মোহাম্মাদি পেয়েছেন কমপক্ষে ৮০ হাজার ভোট। ভোটাররা এ নির্বাচনে তিনজন কট্টরপন্থি প্রার্থী এবং একজন স্বল্প পরিচিত সংস্কারবাদী পেজেশকিয়ানকে প্রার্থী হিসেবে পেয়েছেন। এর মধ্যে পেজেশকিয়ান হার্টের একজন সার্জন। ইরানে ইসলামী বিপ্লব হয় ১৯৭৯ সালে। তখন থেকে নারী এবং যারা মৌলিক পরিবর্তন চান তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। অন্যদিকে এই ভোটে আন্তর্জাতিক পর্যবেক্ষণকারীদের কোনো মনিটরিং নেই। তাদের স্বীকৃতি দেয়ার বিষয়ও নেই।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com