
ম্যানিলায় সামাজিক ব্যবসা দিবস পালিত, থ্রি-জিরোর বিশ্ব গড়ে তোলার চমৎকার উদ্যোগ
আন্তর্জাতিক | ২৯ জুন ২০২৪, শনিবার, ৮:৫৭
অনলাইন ডেস্ক
সামাজিক ব্যবসা দিবসে থ্রি-জিরোর বিশ্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এসএমএক্স অরা কনভেনশন সেন্টারে ২৮শে জুন অনুষ্ঠিত হয় ১৪তম সামাজিক ব্যবসা দিবস। এর আয়োজক ছিলেন শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের মূল উপজীব্য ছিল ‘সোশ্যাল বিজনেস- অ্যান এক্সিট রুট ফ্রম দ্য কারেন্ট সেল্ফ-ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন’।
উপরন্তু ২৯শে জুন অনুষ্ঠিত হয় একাডেমিয়া ডায়ালগ এবং থ্রি-জিরো ক্লাব কনভেশন। ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে মানবতাকে সরিয়ে আনতে রূপান্তরকারী ভূমিকা পালন করতে পারে সামাজিক ব্যবসা- এর ওপর ভিত্তি করে এবারের কনফারেন্স ‘সোশ্যাল বিজনেস- অ্যান এক্সিট রুট ফ্রম দ্য কারেন্ট সেল্ফ-ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন’-এর ধারণা এসেছে। স্থানীয় পর্যায়ে থ্রি-জিরো ক্লাবের সদস্যদের প্রচেষ্টার প্রশংসা করেন প্রফেসর ইউনূস। বর্তমানে কমপক্ষে ৩৫০০ থ্রি-জিরো ক্লাব আছে ৫৪টি দেশে। এর সঙ্গে যুক্ত আছেন প্রায় ১৬ হাজার তরুণ, যুবক। তারা বিশ্বজুড়ে পরিবেশবাদী কর্মী হিসেবে কাজ করছেন। সামাজিক ইস্যু নিয়ে সচেতনতা সৃষ্টি করছেন।