
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে লাখো মানুষের ঢল, নেতানিয়াহু প্রশাসন চুপচাপ
আন্তর্জাতিক | ৩০ জুন ২০২৪, রবিবার, ১২:২১
অনলাইন ডেস্ক
ইসরাইলের রাজধানী তেল আবিবে জিম্মি মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে বিক্ষোভ হলেও এখনও যুদ্ধবিরতরি কোনো খবর বা প্রস্তাব পৌঁছায়নি বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, গাজার যুদ্ধ নিয়ে ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি হয়নি। তেল আবিবের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী দেশটির সরকারের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানালেও গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে এখনও নিরব বেনিয়ামিনের প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
হামাসের এক উপচ্চপদস্থ কর্মকর্তা ওসমান হামদান শনিবার গণমাধ্যমকে বলেছে, যুদ্ধবিরতি কার্যকরে যেকোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে হামাস। তারা আলোচনার মাধ্যমে নয় মাস ধরে চলা ওই সংঘাত নিরসনে কাজ করতে আগ্রহী। তবে এক্ষেত্রে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনের ওই স্বাধীনতাকামী সংগঠনটি যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
এদিকে ইসরাইলের সাধারণ জনতাও যুদ্ধবিরতির লক্ষ্যে এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন। তবে এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে উদ্বেগ জানিয়েছেন হামাস নেতারা।
আরব মধ্যস্থতাকারী দেশগুলো সহ যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাবে দু'দলকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। গাজা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরিভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস।