
লেবার সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অবৈধ অভিবাসীদের নিয়ে সুসংবাদ ও দুঃসংবাদ
আন্তর্জাতিক | ৭ জুলাই ২০২৪, রবিবার, ৪:১৫
অনলাইন ডেস্ক
স্যার কিয়ের স্ট্রারমারের নেতৃত্বাধীন যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৭ই জুলাই। বৈঠকে দেশটির অবৈধ অভিবাসী নিয়ে আলোচনা গুরুত্ব পেয়েছে। অবৈধ পথে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের নিয়ে দুটি বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিষয় দুটিতে অবৈধ অভিবাসীদের জন্য সুসংবাদ ও দুঃসংবাদ দুটোই ছিল। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদেরকে রুয়ান্ডায় পাঠাচ্ছে না লেবার সরকার। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী রুয়ান্ডা বিল বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, তার সরকার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাবে না।
অবৈধভাবে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের রুয়ান্ডা পাঠাতে দেশটির সরকারের সাথে ২০২২ সালের এপ্রিল মাসে একটি চুক্তি করে টোরি সরকার। পরবর্তীতে এই চুক্তিকে অবৈধ বলে ঘোষণা করে যুক্তরাজ্যের উচ্চ আদালত। আদালতের রায়ের পরেও টোরি সরকার বিলটি পাস করার জন্য চেষ্টা চালাতে থাকে। অবশেষে ঐতিহাসিক রুয়ান্ডা বিল পাস হয় বৃটিশ পার্লামেন্টে। বিল পাস হওয়ার সাথে সাথে যুক্তরাজ্য জুড়ে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ধরপাকড় শুরু করে টোরি সরকার। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে আসছিলো তখনকার প্রধান বিরোধী লেবার পার্টি।
তবে রুয়ান্ডা বিল বাতিলের ঘোষণা দিলেও সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর হয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার । মন্ত্রিসভায় অবৈধ পথে অভিবাসী আসা শুন্যের কোটায় নামাতে নির্দেষ দেন স্টারমার। সীমান্ত নিয়ন্ত্রণ করতে ইমিগ্রেশন পুলিশের বাইরে ‘বর্ডার কন্ট্রোল কমান্ড’ নামে নতুন একটি এলিট ফোর্স গঠনের নির্দেশনাও দেন তিনি। তবে যারা অবৈধ পথে আসেননি, কিন্তু যুক্তরাজ্যে অনেকদিন যাবৎ বৈধ কাগজপত্রহীন অবস্থায় আছেন তাদের বিষয়ে কোনো বার্তা দেননি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।