ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

নেপোলিয়নের সেই দুই পিস্তল নিলামে বিক্রি

আন্তর্জাতিক | ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৯:০৩

অনলাইন ডেস্ক


ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দুটি পিস্তল নিলামে বিক্রি হয়েছে ১৪ লাখ পাউন্ডে (১৬ লাখ ৯০ হাজার ইউরো)। এর মধ্যে একটি পিস্তল ব্যবহার করে তিনি একসময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এই দুটি পিস্তল তৈরি করেছিল ফরাসি অস্ত্র প্রস্তুতকারক লুইস মেরিন গোসেট। ধারণা করা হয়েছিল নিলামে এর দাম ১২ লাখ থেকে ১৫ লাখ ইউরোতে উঠবে। রোববার নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাতে তা বিক্রি হয়েছে। এই নিলাম প্রতিষ্ঠানটি ফন্টেইনব্লুউ প্রাসাদের কাছে। এই প্রাসাদে ১৮১৪ সালে তুলে নেয়ার পর নিজের জীবন বের করে দেয়ার চেষ্টা করেছিলেন। সম্প্রতি ফরাসি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ দুটি পিস্তলকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা দেয় এবং তা রপ্তানি বা অন্য দেশের হাতে তুলে দেয়ায় নিষেধাজ্ঞা দেয়। তারপরই এই নিলাম হলো। এর অর্থ হলো বর্তমানে পিস্তল দুটির মালিকের কাছ থেকে ফরাসি সরকার ৩০ মাসের মধ্যে তা কিনে নিতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com