
বাংলাদেশ-চীন যে ১৬ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো
আন্তর্জাতিক | ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৯:০৫
অনলাইন ডেস্ক
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ১৬টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। চারটি সমঝোতা স্মারকের অধীনে মোট ৪৯ কোটি ডলারের বিনিয়োগ পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বস্ত্রশিল্প, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ, সৌরবিদ্যুৎ, ফিনটেক এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো।
বাংলাদেশ ও চীনা কোম্পানিগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে- নগদ এবং মোবাইল ফোন নির্মাতা চীনা কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরিতে একটি কৌশলগত অংশীদারিত্বমূলক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে হুয়াওয়ে। এলক্ষ্যে চীনের ওই বৃহৎ কোম্পানিটির ৫ কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে।