ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কত দূরে থেকে গুলি করা হয় ট্রাম্পকে

আন্তর্জাতিক | ১৪ জুলাই ২০২৪, রবিবার, ৬:০৩

অনলাইন ডেস্ক


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে শনিবার হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। ট্রাম্পকে ১২০ থেকে ১৫০ মিটার (৪০০ থেকে ৫০০ ফুট) দূরে থেকে গুলি করা হয়। ওই স্থানের ভৌগলিক অবস্থান বিশ্লেষণ করে সিএনএন এ তথ্য জানায়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ার বাটলার এলাকায় রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলার শিকার হন ট্রাম্প। সিএনএন জানায়, বন্দুকধারী নির্বাচনী প্রচার সমাবেশের বাইরে উচু স্থান থেকে কয়েকটি গুলি করেন। সিক্রেট সার্ভিসের তথ্যমতে, বন্দুকধারী পাশের ভবনের ছাদের উপর থেকে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করেন। হামলাকারী হত্যা করা হয়েছে। এফবিআই জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন স্থানীয় ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস। তিনি পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com