ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

আমিশার সিদ্ধান্তে সিনেমা থেকে বাদ ইমরান হাশমি

বিনোদন | ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:২১

অনলাইন ডেস্ক


বলিউড অভিনেত্রী আমিশা পাটেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেতা ইমরান হাশমি। ২০০৩ সালে বিক্রম ভাটের ছবি ‘ফুটপাত’ দিয়ে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। তবে মহেশ ভাটের ‘ইয়ে জিন্দেগি কা সফর’ দিয়ে ডেবিউ করার কথা ছিল তার। ছবির নায়িকা ছিলেন আমিশা প্যাটেল। কিন্তু, অভিনেত্রী নাকি একটা সময় ইমরান হাশমিকে সিনেমা থেকে বের করে দেন। ইমরান হাশমি নিজেই একথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। এবং তার কারণও জানিয়েছেন। সিনেমা থেকে বাদ যাওয়ার পর কী করেছিলেন অভিনেতা? ইমরান জানিয়েছেন, তার প্রথম ছিল ছবি ‘ইয়ে জিন্দেগি কা সফর’। আগে গোবিন্দ এই ছবিতে মূখ্য ভূমিকায় থাকলেও, পরে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু, এরপর ইমরানকেও সেই ছবি থেকে বাদ দেয়া হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com