ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ট্রাম্পের রিফ্লেক্স দেখে মুগ্ধ, চিকিৎসকেরা বলছেন 'মিরাকেল'

আন্তর্জাতিক | ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:২৫

অনলাইন ডেস্ক


রোববার পেনসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তব্য রাখছেন, এমন সময়ই তাকে লক্ষ্য করে চলে গুলি। কান ছুঁয়ে বেরিয়ে যায় সে গুলি। সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে আড়াল করে গাড়িতে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় তাকে। এক সেকেন্ডের ফারাক। মাথা যদি না সরাতেন, তবে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়া হত না, প্রাণঘাতী হামলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপরে। যেভাবে বরাত জোরে ট্রাম্প রক্ষা পেয়েছেন, তা ‘মিরাকেল’-ই বলছেন নিউয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের মেডিসিনের ক্লিনিক্যাল অধ্যাপক ডঃ মার্ক সিগেল। ফক্স নিউজের সাথে কথা বলার সময় ডঃ মার্ক সিগেল বলেন, যেভাবে ট্রাম্প মুহূর্তের মধ্যে নিজের মাথা সরিয়ে প্রাণঘাতী হামলা থেকে জীবন রক্ষা করেছেন, অনেকেরই সেই সময়ে মাথায় আসে না কী করতে হবে। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট সেই পরিস্থিতিটিকে ‘অসাধারণভাবে’ সামলেছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com