
কোটা আন্দোলনকারীদের নিরাপত্তা দেয়ার আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক | ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৭:০৯
অনলাইন ডেস্ক
ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত জাতিসংঘ। তারা বিষয়টি নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে মুশফিক জানতে চান- সরকারি চাকরি ব্যবস্থায় কোটা ব্যবস্থার পরিবর্তে মেধাভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বিক্ষোভকারীদের ওপর। এতে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে মহাসচিব কি অবহিত?
উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন- হ্যাঁ। আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালভাবে অবহিত। নিবিড়ভাবে এবং উদ্বেগের মাধ্যমে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা।