
কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
বিনোদন | ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ২:৩২
অনলাইন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল দেশ। সপ্তাহজুড়ে চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও বৃহস্পতিবার সকালে চলমান সহিংসতা নিয়ে মন্তব্য করেছেন।
মেহজাবীন তার ভেরিফায়েড ফ্যান পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেই লেখাটি হুবহু তুলে ধরা হল-
ছোটবেলা থেকে জেনেছি, পরিবার সমাজ রাষ্ট্র নারীর গায়ে হাত তোলা সমর্থন করেনা। আমাদের পবিত্র ধর্মগ্রন্থও কখনো নারীর প্রতি সহিংসতা শেখায়নি। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করো’।