ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের সংগীত প্রতিযোগিতার সেরা দশে পাপী মনা

বিনোদন | ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৫:২৪

অনলাইন ডেস্ক


ভিন্নধর্মী গায়কির জন্য পরিচিত সংগীতশিল্পী পাপী মনা। এ গায়ক এবার সাফল্য দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত ‘নেক্সট টপ হিটমেকার’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। চলতি সপ্তাহেই সেরা ১০ এ চলে এসেছেন এ গায়ক। এর মাঝেও এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছেন পাপী মনা। বিষয়টিকে বাংলাদেশের জন্য গর্বের মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা। পাপী মনার লেখা, সুর এবং তার কণ্ঠে গাওয়া গান ‘নো স্ট্যান্ডিং এনিটাইম’ এ প্রতিযোগিতায় জমা দিলে সংস্থাটি তা গ্রহণ করে। এটি তার মৌলিক গান। প্রতিযোগিতাটিতে ভোটাভুটির মাধ্যমে প্রথম হলে ১০ হাজার ডলার পুরস্কার এবং ফিউচার অফ মিউজিক শোকেসে পারফরমেন্স করার সুযোগ মিলবে। দীর্ঘ ২৫ বছর ধরে সংগীতচর্চা করা পাপী মনা জানান, আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com