ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

গাজার শরণার্থী শিবিরগুলোতে ছড়িয়ে পড়ছে চর্মরোগ, আক্রান্ত বেশির ভাগই শিশু

আন্তর্জাতিক | ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৫:৩০

অনলাইন ডেস্ক


অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে চর্মরোগ বিভাগের সামনে এই রোগে আক্রান্ত শিশুর উপস্থিতি দিন দিন বাড়ছে। কেননা চিকিৎসকরা বলছেন শরণার্থী শিবিরগুলোর তাঁবুতে রোগটি দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। এতে আক্রান্তদের বেশির ভাগই শিশু। এভাবে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, শরণার্থী শিবিরের একটি শিশুকে কাঁদতে দেখা যায়। শিশুটি তার মায়ের কোলে ছিল। তার মা জানিয়েছে শিশুটির মুখে প্রথমে লাল লাল ফুসকুড়ি দেখা দেয় পরে তা ঘাড় ও বুকে ছড়িয়ে পড়েছে। গাজার আরেক নারী কাপড় উঠিয়ে তার ছেলের শরীরের বিভিন্ন স্থানে ফুসকুড়ির মতো ঘা দেখিয়েছেন। গাজার হাসপাতালগুলোতে চর্মরোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, গ্রীষ্মের তাপ এবং গত ১০ মাস ধরে ইসরাইলের ক্রমাগত বোমা বর্ষণে গাজা ময়লা ও আবর্জনার নগরীতে পরিণত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com