
সেলিন ডিওনের ফেরা
বিনোদন | ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৮
অনলাইন ডেস্ক
তাঁর কণ্ঠস্বর বিশ্বের প্রতিটি মানুষের চেনা। ১৯৯৭ সালে উদাত্ত কণ্ঠে গেয়েছিলেন, ‘মাই হার্ট উইল গো অন’। টাইটানিক ছবিতে ব্যবহৃত গানটি প্রত্যেক সংগীতপ্রেমীর হৃদয় ছুঁয়েছিল। ঠিক ধরেছেন, কথা হচ্ছে গায়িকা সেলিন ডিওনকে নিয়ে। চলতি বছরের জুনে অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া তথ্যচিত্র ‘আই অ্যাম: সেলিন ডিওন’-এ বলেছিলেন, ‘যদি দৌড়াতে না পারি, তবে হাঁটব। হাঁটতে না পারলে হামাগুড়ি দেব। কারণ আমি কোনোভাবেই থামতে চাই না।’ সত্যিই সেলিন ডিওন থেমে থাকাদের মধ্যে পড়েন না।
২০২২ সালের ডিসেম্বরে জটিল স্নায়ুরোগ স্টিফ পারসন সিনড্রোমে (এসপিএস) আক্রান্তের খবর দেন ৫৬ বছর বয়সী এ গায়িকা। এরপর ডিওনের চেনা দুনিয়া বদলে যায়। রোগের প্রভাবে গাইতে পারতেন না তিনি। এমনকি হাঁটতেও রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। ডিওন জানান, এসপিএস স্নায়ুর বিরল এক অসুখ। এটিকে এক ধরনের অটোইমিউন ডিজঅর্ডারও বলেন চিকিৎসকরা। গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূর, তাঁর স্বাভাবিক জীবনই ব্যাহত হয়েছে এর ফলে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘আই অ্যাম: সেলিন ডিওন’-এ এসপিএসের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতাসহ জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন গায়িকা।