ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ফেসবুকে রাজনৈতিক পোস্ট, বিপাশা বললেন এটা আমি নই

বিনোদন | ১১ আগস্ট ২০২৪, রবিবার, ১১:১৪

অনলাইন ডেস্ক


ফেসবুকে ব্যবহার করেন না অভিনেত্রী বিপাশা হায়াত। অথচ তাঁর নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে রাজনৈতিক পোস্ট দেওয়া হচ্ছে নিয়মিত। এসবের কিছুই জানেন না বিপাশা হায়াত। আজ সকালে বিপাশা হায়াত নামের সেই ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেওয়া হয়েছে! এতে এই অভিনয়শিল্পী বিব্রত ও বিস্মিত। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com