ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে: বাইডেন

আন্তর্জাতিক | ১২ আগস্ট ২০২৪, সোমবার, ১:১৯

অনলাইন ডেস্ক


আসন্ন মার্কিন নির্বাচন থেকে নিজের প্রেসিডেন্ট প্রার্থীতা প্রত্যাহারের পর প্রথম কোনো সাক্ষাৎকারে ট্রাম্প ইস্যুতে মুখ খুলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রোববার সকালে সিবিএস নিউজের একটি সরাসরি প্রচারিত অনুষ্ঠানে বলেছেন, ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য বড়রকমের হুমকি হতে পারে। বাইডেন এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ানোর কারণও ব্যাখ্য করেছেন। তিনি মনে করেন মার্কিন নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন কারণ তিনি নিজেকে বিভ্রান্ত করতে চান না। এছাড়া সাক্ষাৎকারে তিনি গাজা ইস্যু নিয়েও কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, সিবিএস নিউজের সাক্ষাৎকারে বাইডেন বলেছেন- আসন্ন নির্বাচনে আমি প্রার্থী থাকলে দলের জনপ্রিয়তা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া ডেমোক্র্যাট দলের অন্যান্য নেতাদের উদ্ধৃত করে বাইডেন বলেছেন নির্বাচনে আমার প্রার্থীতা দলের জন্য বড় ক্ষতির কারণ হত। এ বিষয়ে বাইডেন উদ্বেগ প্রকাশ করেছেন যে, তিনি প্রার্থী থাকলে সকলের প্রশ্নের তোপে পড়তে হত তাকে। মূলত বিভ্রান্তি এবং উদ্বেগ এড়াতেই বাইডেন নিজেকে আসন্ন নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ৮১ বছর বয়সী বাইডেন সার্বিক বিষয় চিন্তা করে জুলাই মাসে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সড়ে দাঁড়ান। পরে তিনি ডেমোক্র্যাট দলের জন্য ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com