ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বিবিসির প্রতিবেদন বাংলাদেশে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব: ড. ইউনূস

আন্তর্জাতিক | ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:৫১

অনলাইন ডেস্ক


হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকারে প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গত ১৫ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করেছে। এই বিপ্লবকে ছাত্র-জনতার অভিপ্রায় ধরা হলেও এতে মূল চালিকা শক্তি ছিল এ দেশের শিক্ষার্থীরা। তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৩ আগস্ট বিবিসি ‘ইউনূস: আই উইল হেল্প মেইক স্টুডেন্টস ড্রিম ফর বাংলাদেশ কাম ট্রু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের নতুন নেতা স্পষ্ট হয়েছে। এটি তার বিপ্লব ছিল না এবং এটি তার স্বপ্ন ছিল না। কিন্তু ড. ইউনূস যখন গত সপ্তাহে শিক্ষার্থীদের থেকে ফোন পেয়েছিলেন তখন তিনি দেশকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে অঙ্গীকার করেন। শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিল ৮৪ বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে ইউনূসকে দায়িত্ব নেয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com