ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

নতুন এক বাংলাদেশের গান

বিনোদন | ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৭:৩২

অনলাইন ডেস্ক


বিভিন্ন সময়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী গান করতে দেখা গেছে কণ্ঠশিল্পী ও সুরকার ফয়সাল রদ্দিকে। এবার নতুন এক বাংলাদেশে গান নিয়ে হাজির হয়েছেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন, সাহস ও তাতে যোগ দেয়ার আকুতি নিয়ে গানটি করা হয়েছে। ইচ্ছে করে না গাইতে আর, ইচ্ছে করে না লিখতে/ইচ্ছে করে না সত্যি আর, এই ভীরুতায় বাঁচতে/ইচ্ছে করে না কাঁদতে আর, ইচ্ছে করে না সইতে/ইচ্ছে করে না সত্যি আর, স্বপ্ন কোন দেখতে/ইচ্ছে করে মানুষে মিছিলে একাকার হয়ে যাই/ ইচ্ছে করে উদাম শরীরে রাজপথে হারাই/ইচ্ছে করে তোমাদের সাথে, স্লোগানে স্লোগানে ভোর, আয় তবে তুই ময়দানে, দেখি কার কতোটুকু জোর- এমন কথার গানটির কথা ও সুর করেছেন ফয়সাল রদ্দি নিজে। কম্পোজ করেছেন মিন্টু চৌধুরী। আর ড্রামসে ছিলেন আরিক চৌধুরী। ‘ইচ্ছে করে’ শিরোনামের এ গানটি প্রসঙ্গে ফয়সাল রদ্দি বলেন, ছাত্রদের আন্দোলন যখন হচ্ছিল তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা হয়নি, মনে হয়েছে কেবল তাদের সঙ্গে যোগ দেই। এটা শুধু আমার নয়, আমার মনে হয় জনসাধারণ সবারই এমনটাই মনে হয়েছে। কারণ ভীরুতা নিয়ে বাঁচতে কারোই ভালো লাগে না। অবশেষে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের চেষ্টায় বিজয় এসেছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com