
অনিয়ম-দুর্নীতির অভিযোগের পাহাড় বিটিভি’র জিএম মাহফুজা আক্তারের অপসারণ দাবি
বিনোদন | ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫১
অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বিরুদ্ধে গত ১৬ বছরে বিভিন্ন সময়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রাষ্ট্রায়ত্ত এ টেলিভিশনটির কর্মকর্তাদের স্বজনপ্রীতি, দলীয়করণ ও দুর্নীতির শিকার হয়ে কালো তালিকাভুক্তও করা হয় অনেক শিল্পীকে। বিশেষ করে বিটিভি’র ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মোছা. মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বেশ পুরনো। তার বিরুদ্ধে এ প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের শুরুতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে যানা যায়, সেই অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে কোটা আন্দোলন চলাকালীন রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে দেয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। গুঞ্জন রয়েছে, সে সময় বিটিভি’র ভেতরের নথিও সরিয়ে ফেলা হয়। এ ছাড়া দলীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, অডিশনের নামে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে মাহফুজার বিরুদ্ধে। তিনি ২০০৭ সালে পিএসসি’র মাধ্যমে প্রযোজক হিসেবে বিটিভিতে যোগদান করেন। ২০২২ সালে তিনি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পালন করেন।