ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল

আন্তর্জাতিক | ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৩

অনলাইন ডেস্ক


যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনার মধ্যেও ফিলিস্তিনের গাজায় স্থল এবং আকাশ হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। অনলাইন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসের আবাসিক ভবনগুলোতে বোমা হামলা করছে ইসরাইল। এছাড়া তেল আবিবের বিমান বাহিনী হামাদ সিটিতেও বোমা বিস্ফোরণ করেছে। কাতারে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও হামাসের প্রতিনিধিরা। হামাসের মধ্যস্থতাকারী দলের প্রতিনিধিরা বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের কাছ থেকে যুক্তিসংগত প্রতিক্রিয়া নির্ধারণ করবে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা! আলোচনার প্রাক্কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি আলোচনাকে দুর্বল করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইসরাইলি সামরিক অভিযানের সময় অধিকৃত পশ্চিম তীরের তুবাসে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে তাম্মুন শহরে ড্রোন হামলায় নিহত হওয়া চার ফিলিস্তিনিও রয়েছে। উল্লেখ্য, ইসরাইলের গত দশ মাসের হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৯৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯২ হাজার ২৯৪ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্যমতে গাজার দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উপত্যকাটির বেশিরভাগ বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com