
বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক | ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৪
অনলাইন ডেস্ক
দিল্লির লালকেল্লায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তার কথায় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।
মোদি বলেন, ‘বাংলাদেশে যা ঘটল তা উদ্বেগের বিষয়। দেশের ১৪০ কোটি মানুষই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শিগগিরই সেখানের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তির পথে থাকুক। আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুধুই আমাদের শুভকামনা থাকবে।’
নারী নির্যাতন নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। ভারতে নারী সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে।