
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন: লড়ছেন ৩৯ জন, নেই একজনও নারী প্রার্থী
আন্তর্জাতিক | ১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:০৭
অনলাইন ডেস্ক
আগামী মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ দেশটি নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। নির্বাচন কমিশন ২১ সেপ্টেম্বরের নির্বাচনের জন্য রনিল বিক্রমাসিংহে সহ ৩৯ জন প্রার্থীর আবেদন গ্রহণ করেছে। তবে এবার কোনো নারী প্রার্থী নেই। ২০১৯ সালে শেষবার ভোটের সময় ৩৫ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মনোনয়ন জমা দেয়ার পর বিক্রমাসিংহে সাংবাদিকদের বলেন, 'আমাদের অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। সবার আগে এই কাজটি শেষ করতে হবে। সেজন্য আমি আপনাদের সমর্থন চাইছি।”
দক্ষিণ এশিয়ার দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দ্বারা একটি বেলআউটের অধীনে ঋণ পুনর্গঠন এবং আর্থিক সংস্কার কর্মসূচির মধ্যে রয়েছে। টেকসই ঋণের অভাব, কোভিড -১৯ মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব এবং ২০২২ সালে জ্বালানি, ওষুধ এবং খাদ্যের ঘাটতি সহ ব্যাপক বিক্ষোভ প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ ত্বরান্বিত করে।
৭৫ বছর বয়সী বিক্রমাসিংহে ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ২০৪৮ সালের মধ্যে দেশকে একটি উন্নত জাতিতে পরিণত করার জন্য একাধিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। নির্বাচনটিকে তার অর্থনৈতিক সংস্কারের পক্ষে গণভোট হিসাবে দেখা হয়, যা মূল অর্থনৈতিক পরিসংখ্যানের উন্নতি সত্ত্বেও অনেক মানুষকে প্রভাবিত করেনি।
বিক্রমাসিংহের প্রশাসনের অধীনে মূল্যস্ফীতি দুই বছর আগের ৭০ শতাংশ থেকে প্রায় ৫ শতাংশে নেমে এসেছে। সুদের হারও কমেছে, রুপি রিবাউন্ড হয়েছে এবং বৈদেশিক রিজার্ভ বেড়েছে।